অতুলনীয় গতিবেগ ও দুর্বার কৌশল দেখিয়ে দর্শকদের বিস্ময়ে স্তব্ধ করে দিল একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আকাশে দ্রুত ঘূর্ণন, খাড়া উড্ডয়ন আর হঠাৎ গতির পরিবর্তনের মাধ্যমে যুদ্ধবিমানটি যে চমক দেখাল, তা এয়ারশোর প্রথম দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পরে অবশ্য জানা যায়, এটি রাশিয়ার সু-৫৭ই—দেশটির প্রথম স্টেলথ প্রযুক্তিনির্ভর যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান ১৯তম দুবাই এয়ারশো-২০২৫-এ সোমবার সু-৫৭ই-র পাশাপাশি আকাশে নজর কেড়েছে রাশিয়ার কা-৫২ অ্যাটাকিং হেলিকপ্টারও।
দ্য ফিউচার ইজ হিয়ার স্লোগানে আয়োজিত এ শিল্পমেলায় এবার অংশ নিচ্ছে বিশ্বের ১১৫টি দেশের ৪৯০টিরও বেশি সামরিক ও বেসামরিক প্রতিনিধি দল। দর্শকসংখ্যা ছাড়িয়েছে প্রায় দেড় লাখ। বাণিজ্যিক, সামরিক, মনুষ্যবিহীন ও ব্যবসায়িক বিমানসহ ২০০টিরও বেশি উড়োজাহাজ প্রদর্শিত হচ্ছে এখানে।
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য সু-৫৭ই মডেলটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে চাইছে। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যেই এয়ারশোতে স্টেলথ যুদ্ধবিমানটির অ্যারোব্যাটিক সক্ষমতা জোরালোভাবে দেখানো হয়েছে। পুরো প্রদর্শনী ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা রুশ সামরিক প্রযুক্তির প্রতি বৈশ্বিক আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।