Image description

প্রতি বছরই পবিত্র রমজান মাসকে ঘিরে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে থাকে অন্যরকম আগ্রহ ও প্রস্তুতি। যদিও এখনো কয়েক মাস বাকি, তারপরও সবাই জানতে চান ২০২৬ সালের রোজা কবে থেকে শুরু হতে পারে এবং আর পবিত্র ঈদুল ফিতরের দিনটিই বা কবে, এই সকল প্রশ্নের সঠিক উত্তর মিলবে চাঁদ দেখা সাপেক্ষে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। তার ভাষ্য অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও মাত্র ১ মিনিট পর অস্ত যাবে। ফলে খালি চোখে তা দেখা সম্ভব হবে না। তাই রমজান শুরু হবে পরদিন ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, ২০ মার্চ (শুক্রবার) হতে পারে শাওয়াল মাসের প্রথমদিন, অর্থাৎ সেদিনই পালিত হতে পারে ঈদুল ফিতর।

দুবাইয়ের আইএসিএডি–এর হিজরি–গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারেও ২০২৬ সালের রমজান ১৭–১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রথম রোজা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ১৯ ফেব্রুয়ারি।

যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা ও ঈদ পালন করে থাকে, তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সে হিসেবে ১৯ নভেম্বর থেকে রোজা শুরু হতে এখনো প্রায় ৯১–৯২ দিন বাকি।

এই বছর রমজান পড়বে শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে। ফলে রোজার সময় হালকা শীত অনুভূত হবে বলে আবহাওয়াবিদদের ধারণা। আবহাওয়াবিদদের মতে, ২০২৬ সালের রোজা পুরোপুরি শীতপ্রধান মৌসুমে পড়ায় ভোরে সেহরির সময় এবং রাতে তারাবির পর শীত আরও বেশি অনুভূত হতে পারে।