জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষার্থী বিধি লঙ্ঘন করলে মোটরসাইকেল জব্দ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৯ নভেম্বর) জাবি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তালিম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গত ১৮ নভেম্বর মোটরসাইকেলে ক্যাম্পাসে চলাচলের সময় দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের দুই শিক্ষার্থীর কারণে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন ছাত্রী গুরুতর আহত হয়েছেন। এরপর সংশ্লিষ্ট অভিভাবক ও দুই শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীদের মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে তা জব্দ করা হবে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল না নিয়ে প্রবেশ করার এবং প্রয়োজন ব্যতীত ক্যাম্পাসে ঘোরাফেরা না করার জন্য পুনরায় সতর্ক করা হয়েছে। অভিভাবক ও শিক্ষকদের পোষ্যদের সচেতন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা নিশ্চিত করবে যে, কোনো শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে গেটে প্রবেশ করতে পারবে না।
শীর্ষনিউজ