Image description

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এডিবির অর্থায়নে ২৫০ মিলিয়ন ডলারের সরকারি এসেনশিয়াল ড্রাগসের বায়োটেক রিসার্চ সেন্টারের প্রকল্প গোপালগঞ্জে না করার জন্য আহ্বান করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, এডিবির অর্থায়নে ২৫০ মিলিয়ন ডলারের সরকারি এসেনশিয়াল ড্রাগসের বায়োটেক রিসার্চ সেন্টারের প্রকল্প গোপালগঞ্জে হবে। এইটা কোনভাবেই গোপালগঞ্জে করা যাবেনা। এইজন্য না যে গোপালগঞ্জের ব্যাপারে আমার বিরাগ আছে, বরং ভিন্ন একটা কারণে গোপালগঞ্জে হওয়াটা সমস্যার।

তিনি বলেন, এইখানে টপ রিসার্চারেরা কাজ করবে, বিদেশী এক্সপার্টরা আসবে তাদের ছেলেমেয়ে পড়বে কোথায়? ভালো হাসপাতাল না থাকলে স্কুল কলেজ না থাকলে কোন এক্সপার্ট আসবে না এইখানে চাকরি করতে। সাপ্লাই আসবে নিয়মিত সেগুলোর বায়ো সেফটি রেগুলেশন আছে, টেম্পারেচার সেন্সেটিভিটি আছে। সেইগুলো নিজেদের লোক দিয়ে রিলিজ করে নিয়ে আসতে হয়। ঢাকা এয়ারপোর্ট থেকে গোপালগঞ্জে নিয়ে যাওয়াটা একটা বিশাল লজিস্টিক সাপোর্ট ইস্যু। লোকাল ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশান লাগে। সেই ইউনিভার্সিটি কোথায়?

এসময় তিনি আরও বলেন, এই সব হাইটেক যন্ত্রপাতি সার্ভিসিং এর লোক থাকে ঢাকায়। আপনার সাপোর্ট যাইতে যাইতে দুইদিন দেরী হবে। বায়োসেফটি রেসপন্স টিম লাগবে ইমার্জেন্সি সিচুয়েশন সামলানোর জন্য। সেই রকম এক্সপার্ট থাকে সব ঢাকায়। এটা যদি ঢাকার বাইরে করতে হয় তাহলে সাভার, গাজীপুর বা নারায়নগঞ্জে হতে পারে, কোনভাবেই গোপালগঞ্জে না। হাসিনার আমলে এভাবেই কোন চিন্তাভাবনা না করেই প্রকল্প নেয়া হতো। অবিলম্বে এই প্রকল্পের স্থান পরিবর্তন করা হোক।