Image description
 

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহার তার নিজ নামে ছয় কোটি আশি লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানসে পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামী মো. জাহাঙ্গীর আলমের সহায়তায় দুইটি ব্যাংকের চারটি শাখার সাত টি হিসাবে সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে পাঁচ কোটি ছিয়ানব্বই লাখ টাকা জমা/ক্রেডিট এবং জমাকৃত উক্ত অর্থ উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।

আসামি কামরুন নাহার একজন আয়কর দাতা। তার আয়কর নথি ঢাকার কর অঞ্চল-৫ এর সার্কেল-১০৩ এ সংরক্ষিত আছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ২০১৩-১৪ কর বর্ষ থেকে ২০২৩-২৪ কর বর্ষের মূল আয়কর নথির স্থায়ী অংশ এবং বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্রসমূহ জব্দ করে পর্যালোচনা করা একান্ত আবশ্যক।