Image description

ঢাকার সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ই নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুনে বাসের ১০ শতাংশ পুড়ে গেছে।’