Image description
 

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত এক ভটভটিকে আরেক ভটভটি ওভারটেক করার সময় দুর্ঘটনায় অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। 

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের হরেন্দা রুনিহারী এলাকায় এ দুর্ঘটনা। স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন।

 

পুলিশ, নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আলোচনা ও র‌্যালির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি যোগে আওলাই এলাকা থেকে আসছিলেন নেতাকর্মীরা। 

 

পথে হরেন্দা রুনিহারী এলাকায় এক ভটভটিকে আরেক ভটভটি ওভারটেক করার সময় ধাক্কা লেগে উল্টে যায়। এতে দুই ভটভটিতে থাকা অন্তত ৩৫ জন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতদের মধ্যে ১০ জনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ও গুরুতর অবস্থায় ২ জনকে বগুড়া পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক জানান, হরেন্দা এলাকায় এক ভটভটিকে আরেক ভটভটি ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশকিছু আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।