Image description
♦ রাজনৈতিক পট পরিবর্তনে বদলেছে দালালের আশ্রয়দাতা ♦ কারখানায় অবৈধ সংযোগ দিয়ে মাসে কোটি টাকা আদায়

তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীনদের হাতে ছিল গ্যাসের অবৈধ সংযোগের রমরমা বাণিজ্য। তবে রাজনৈতিক পরিবর্তনেও গ্যাসের চুরি থেমে নেই। শুধু অবৈধ গ্যাস সংযোগ দেওয়া দালালদের আশ্রয়দাতাদের চেহারার পরিবর্তন হয়েছে। দালালরা নতুন করে আশ্রয়দাতা খুঁজে নিয়েছে। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে জানা যায়, ঢাকা ও তার পাশের জেলাগুলোতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কর্মকর্তারা ভুয়া আইডি ব্যবহার করে একটি সিন্ডিকেট এই অবৈধ সংযোগ দিচ্ছেন। এজন্য প্রতিটি সংযোগ থেকে দালালচক্র ২ থেকে ৩ লাখ টাকা নিচ্ছেন। আর প্রতি মাসে চুলাপ্রতি দেড় থেকে ২ হাজার টাকা আদায় করে নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন কলকারখানায় আকারভেদে বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে চক্রটি হাতিয়ে নিচ্ছে সর্বনিম্ন ৪ লাখ থেকে সর্বোচ্চ কোটি টাকা। অবৈধভাবে নিম্নমানের পাইপ স্থাপন, রাইজার, রেগুলেটরের মাধ্যমে গ্যাস সংযোগ নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।

অবৈধ সংযোগের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরি হলেও সরকারি কাগজে একে সিস্টেম লস হিসেবে দেখানো হয়। ২০২৩-২৪ অর্থবছরে এজন্য প্রায় ৪ হাজার কোটি টাকা আর ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে সোয়া ৩ হাজার কোটি টাকার আর্র্থিক ক্ষতি হয়। আর সিস্টেম লসের উল্লেখযোগ্য অংশই গ্যাস চুরি বা অবৈধ সংযোগের।

মানিকগঞ্জের ধামরাইয়ের ইনডেট ইন্ডাস্ট্রিয়াল পার্কের মালিক মো. শাহরিয়ার সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে জানান, তিতাস থেকে তার কারখানার জন্য নতুন গ্যাস সংযোগের আবেদন করেও যখন কিছু হয় না তখন তিতাসের কিছু ঠিকাদার এই শিল্প মালিককে ২ কোটি টাকার বিনিময়ে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলছেন। তবে তিনি রাজি হননি।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ (পেট্রোবাংলা) এর তথ্যে, অবৈধ গ্যাস সংযোগে তিতাসের কিছু কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার অভিযোগ আছে। চুন উৎপাদনকারী কারখানাগুলোতে এমনো হয়েছে যে, চার থেকে পাঁচবার করে সংযোগ বিচ্ছিন্ন করার পরও আবার অবৈধ সংযোগ নেওয়া হচ্ছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, বর্তমানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। তবে এই বিশাল পরিমাণ অবৈধ লাইন বিচ্ছিন্ন করার মতো লোকবলও তিতাসের নেই।

সাভারে অবৈধ সংযোগে চলে চোর-পুলিশ খেলা : সাভার ও আশুলিয়ার অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। রাতের আঁধারে দেওয়া সংযোগ থেকে প্রতি মাসে বিল হিসেবে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। এক শ্রেণির ঠিকাদার এবং গ্যাস অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের সৈয়দবাড়ি এলাকায় আলাউদ্দিন নামে এক ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসোহারা আদায় করছে। তার নিয়ন্ত্রণে থাকা বাড়িগুলোতে সরকারি অনুমোদন ছাড়াই ব্যবহৃত হচ্ছে অসংখ্য রাইজার এবং চুলা। আলাউদ্দিনের একটি বাড়িতে মাত্র ২টি চুলার অনুমোদন থাকলেও সেখানে ২২টি চুলা চালু রয়েছে। শুধু তাই নয়, ওই এলাকায় তার মালিকানাধীন ৭-৮টি বাড়িতে প্রায় ৭০-৮০টি চুলা অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসী জানায়, আলাউদ্দিনের ভাইয়েরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাবেক মেম্বার। প্রতি মাসে ৪-৫টি অভিযান চালিয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জে মিলেমিশেই অবৈধ সংযোগ : নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ আগে ছিল এখনো আছে। শুধু গ্যাস সংযোগ দেওয়া দালালদের আশ্রয়দাতাদের চেহারা পরিবর্তন হয়েছে। ২০১৯ সালে আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বন্ধ করে দেওয়ার পর থেকেই শুরু হয় অবৈধ গ্যাস সংযোগ ব্যবসা। গ্যাস অফিসের বিভিন্ন অসাধু কর্মকর্তাকে হাত করে প্রতিটি পাড়া-মহল্লায় প্রকাশ্যে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া শুরু হয়। সেই সঙ্গে প্রতিটি সংযোগে ২ থেকে ৩ লাখ টাকা নিয়ে থাকেন। এরপর প্রতি মাসে চুলাপ্রতি দেড় থেকে ২ হাজার টাকা সেই দালালরাই আদায় করেন। এ ছাড়া বিভিন্ন কলকারখানায় বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে ৩ থেকে ৪ লাখ টাকা আদায় করা হচ্ছে।

অভিযানে গেলেই রূপগঞ্জে হামলার শিকার হতে হয় : নারায়ণগঞ্জের রূপগঞ্জজুড়ে রয়েছে তিতাসের অবৈধ গ্যাসের সংযোগ। আর এসব সংযোগের ৯৫ ভাগই দেওয়া হয়েছে নিম্নমানের পাইপ এবং সামগ্রী দিয়ে। অবৈধভাবে নিম্নমানের পাইপ স্থাপন, রাইজার, রেগুলেটরের মাধ্যমে গ্যাস সংযোগ নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।

গাজীপুরে কর্মকর্তাদের ম্যানেজ করেই অবৈধ সংযোগ : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী, সুরাবাড়ী, বাসনসহ বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বেশি। দালাল চক্রের মাধ্যমে তিতাস গ্যাসের কর্মকর্তাদের ম্যানেজ করে এই অবৈধ সংযোগ দেওয়া হয় বলে অভিযোগ আছে।

(প্রতিবেদনটি তৈরিতে জেলা প্রতিনিধিদের মধ্যে সহায়তা করেছেন সাভারের নাজমুল হুদা, গাজীপুরের খায়রুল ইসলাম, রূপগঞ্জের জাহাঙ্গীর আলম হানিফ এবং নারায়ণগঞ্জের মোবাশ্বির শ্রাবণ)