Image description

রাজধানীর মিটফোর্টে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) তাদের গ্রেপ্তার কার হয়।

এ নিয়ে এই হত্যাকাণ্ডে মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। 

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার দুদিন পর সিসিটিভি ফুটেজ প্রকাশ হলে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিষয়টি নতুন করে সামনে আসে। 

শীর্ষনিউজ