
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একজন প্রতারককে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. শামীম রহমান (৩৩)। তিনি নিজেকে ‘ব্যারিস্টার শামীম রহমান’ পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
বগুড়া সদর থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, কিছুদিন আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মামলার সাক্ষীদের সঙ্গে পরিচয় হয় শামীম রহমানের। তিনি নিজেকে তারেক রহমানের ঘনিষ্ঠ আত্মীয় এবং দলের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে যুবদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের পদ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
গত ২২ জুন বগুড়ার মম-ইন কফি শপের সামনে সাক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করে ১ নম্বর সাক্ষী ইমরান হোসেনের কাছে ২ লাখ এবং ২ নম্বর সাক্ষী গোলাম রব্বানীর কাছে ১ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে তারা মোট ৫০ হাজার টাকা প্রদান করেন।
তদন্তে জানা যায়, শামীম রহমান বিএনপির কোনো পদে নেই এবং তারেক রহমানের কোনো আত্মীয়ও নন। তিনি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার কাছেও একই পরিচয়ে প্রতারণা করতেন।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা করা হলে পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমানের নির্দেশে ডিবির উপপরিদর্শক (এসআই) আবু জাফর ও জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি দল রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে শামীম রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির এক ডজন সিম কার্ড, দুটি মোবাইল ফোন, চারটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড এবং নিজের নামে ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।