Image description

চাঁদপুর শহরের কালিবাড়ী রেলস্টেশন এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার দায়ে মোবারক বেপারী (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় চাঁদপুর রেলস্টেশন প্ল্যাটফর্ম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোবারক চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকার মৃত সোবহান বেপারীর ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, গত শনিবার (২৯ জুন) দুপুরে স্কুলে যাওয়ার পথে কালিবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোবারক ওই ছাত্রীকে "পার করে দেওয়ার" নাম করে হাত ধরে রাস্তার অপর পাশে নিয়ে যায়। পরে 'স্কুলে পৌঁছে দেওয়ার' কথা বলে তাকে অটোরিকশায় তুলে স্টেডিয়াম এলাকায় নিয়ে যায় এবং একপর্যায়ে পেছনের দিকে নিয়ে গিয়ে অপহরণের চেষ্টা করে। এসময় ছাত্রী জানায়, তার বাবা সেনাবাহিনীতে কর্মরত। এতে ভীত হয়ে যুবকটি মেয়েটিকে ছেড়ে দেয় এবং চলে যেতে বলে।

ঘটনার পর ভুক্তভোগীর মা থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। সেনাবাহিনীর সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মোবারককে শনাক্ত করে এবং সোমবার সন্ধ্যায় রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যাবস্থা নিচ্ছি।