Image description
 

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে একটি গাভীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে। এই বিরল ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাভী ও বাছুরকে এক নজর দেখতে ভিড় করছেন কৌতূহলী এলাকাবাসী।

গত ১৩ এপ্রিল দুপুরে গাভীর প্রসব ব্যথা শুরু হলে গাভীর মালিক শংকর হালদারের স্ত্রী পারুল হালদার এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেন। তবে বহু চেষ্টা করেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো সম্ভব হয়নি। এরপর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ডাক্তারদের ডাকা হয়।

ডাক্তারের পরামর্শে এবং মালিকের সম্মতিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব করানো হয়। পুরো প্রক্রিয়ায় প্রায় ২০ হাজার টাকা খরচ হয় বলে জানিয়েছেন গাভীর মালিক। বর্তমানে গাভী ও বাছুর উভয়ই সুস্থ রয়েছে।

 

এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন জানান, “১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজননের মাধ্যমে গর্ভধারণ করানো হয়। এরপর থেকে নিয়মিত পর্যবেক্ষণ করতাম। ১৩ এপ্রিল প্রসব ব্যথা শুরু হলে খবর পেয়ে যাই, তবে স্বাভাবিকভাবে সম্ভব হচ্ছিল না। পরে ডাক্তারদের ডেকে সিজার করানো হয়। গৌরনদীতে এটিই প্রথম গাভীর সিজারিয়ান ডেলিভারি।”

 

গৌরনদী উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, “দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় সিজারিয়ান অপারেশন সফল হয়। গাভীটি তুলনামূলক কম বয়সে গর্ভধারণ করেছিল এবং বাচ্চাটিও পরিপক্ব ছিল, তাই স্বাভাবিক প্রসব সম্ভব হয়নি। বর্তমানে গাভী ও বাছুর দুজনই সুস্থ আছে।”