দিনাজপুরের বোচাগঞ্জে মেসার্স জহুরা ইন্ডাস্ট্রিজের ভিতরে ধান বোঝাই ট্রাকের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ঝলসে গেছে ট্রাকের ড্রাইভার ও হেলপার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সংবাদ পেয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
এসময় অগ্নিদগ্ধ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা গেছে, অগ্নিদগ্ধ ট্রাক ড্রাইভার মো. মিজানুর রহমান ঝুঁকিমুক্ত হলেও হেলপার আবু সাইদের (২২) অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯০ শতাংশ আগুনে ঝলসে গেছে।
এ বিষয়ে জহুরা ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আব্দুল হান্নান জানান, ফজরের নামাজের সময় ফায়ার সার্ভিস থেকে আমাকে ফোনে জানানো হয়, আমার মিলের ভিতরে একটি ট্রাকের কেবিনে আগুন লেগেছে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপার মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়েছে। এই সংবাদ শুনার পর অগ্নি দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের পরিবারে সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
মিলের ফোরম্যান বিশ্বজিৎ জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় ঘুমাতে গিয়ে ছিলাম, ভোর সোয়া ৫টার দিকে মিলের একজন হেলপার আমাকে জানান, ধানের ট্রাকে আগুন লেগেছে।
সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, আমরা ৯৯৯- এর মাধ্যমে ভোর ৫টা ৩৪ মিনিট সময়ে জহুরাতে আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার পাশাপাশি অগ্নিদগ্ধদের হাসপাতালে প্রেরণ করি।
তিনি আরও বলেন, ট্রাকের ড্রাইভার জানিয়েছেন ওয়্যারিং এর তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।