Image description
 

পেন্টাগনের প্রধান পিট হেগসেথ বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত রয়েছে মার্কিন সেনাবাহিনী। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে হেগসেথ এ কথা বলেন। খবর আল আরাবিয়ার।

 

হেগসেথ বলেন, ‘তাদের পারমাণবিক ক্ষমতা অর্জনের চেষ্টা করা ঠিক হবে না। প্রেসিডেন্ট যুদ্ধ বিভাগের কাছ থেকে যা আশা করেন, তা আমরা পূরণ করতে প্রস্তুত থাকব।’

 

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় ধরনের সামরিক শক্তি মোতায়েন করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প তার বিকল্পগুলো পর্যালোচনা করছেন, কিন্তু ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেননি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। দেশটিতে দাঙ্গা-সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।