Image description
 
 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মস্কো। এ নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন। খবর রয়টার্সের

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সম্প্রতি আমিরাতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমিরাত। এরই ধারাবাহিকতায় ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতের মধ্যস্থতামূলক ভূমিকা দেখতে চান পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবহারের ফলে অঞ্চলে ‘অস্থিরতা’ সৃষ্টি হতে পারে এবং তা বিপজ্জনক ফলাফল ডেকে আনতে পারে।

পেসকভের এই মন্তব্য আসে একদিন পরে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরামর্শ দিয়েছেন যে, পারমাণবিক অস্ত্র নিয়ে চুক্তি করতে হলে আলোচনায় বসতে হবে, নয়তো মার্কিন আক্রমণের মুখোমুখি হতে হবে।

তবে ইরান তাদের জায়গায় এখনও অনড়। যুদ্ধ লাগলে ইরানের হামলার দায় আমেরিকাকে নিতে হবে বলেও জানিয়েছে তেহরান।