গাজা থেকে সব বন্দিকে ফেরত পাওয়ার পর ইসরায়েল এখন বলছে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হলে যুদ্ধবিরতির শর্তগুলো আর এগোবে না। হামাস প্রকাশ্যে অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
চলতি সপ্তাহে রয়টার্সকে হামাসের দুই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র বা মধ্যস্থতাকারীদের কেউই তাদের কাছে নিরস্ত্রীকরণ বিষয়ে কোনো বিস্তারিত বা সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আভি ডিখটার বলেন, নিরস্ত্রীকরণ নিয়ে বিরোধ গাজায় ইসরায়েলকে আবার যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
ডিখটার রয়টার্সকে বলেন, আমাদের গাজায় যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এবং নিরস্ত্রীকরণের বিষয়টি ‘ইসরায়েলি সেনাদের মাধ্যমেই, কঠোর পদ্ধতিতে সমাধান করতে হবে।’
হোয়াইট হাউস গত সপ্তাহে যে একটি নথি শেয়ার করেছে, তাতে বলা হয়েছে—ট্রাম্প প্রশাসন চায় ভারী অস্ত্রগুলো দ্রুত নিষ্ক্রিয় করা হোক এবং একটি অন্তর্বর্তীকালীন প্রযুক্তিবিদনির্ভর প্রশাসনের অধীনে গাজার পুলিশ বাহিনী ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হলে ‘ব্যক্তিগত অস্ত্রগুলো খাতভিত্তিকভাবে নিবন্ধন ও নিষ্ক্রিয় করা হোক।’