Image description
 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর আলিনা আমির। সম্প্রতি ভিডিওটি নিয়ে অনলাইনে তীব্র আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

 


আলিনা আমির মূলত বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার একটি জনপ্রিয় সংলাপ অনুকরণ করে ব্যাপক পরিচিতি লাভ করেন। সেই ভিডিওর সুবাদেই নেটিজেনদের কাছে তিনি ‘সরসরাহট গার্ল’ নামে পরিচিত হয়ে ওঠেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ২৫ লাখ এবং টিকটকে প্রায় ২৩ লাখ।


ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে আলিনা জানান, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ভিডিওটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেতে চাইলেও ভিডিওটি বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে আসায় প্রতিবাদ জানানো প্রয়োজন মনে করেন তিনি।

 


নিজের বক্তব্যে আলিনা বলেন, যাচাই না করে এমন ভিডিও শেয়ার করা সরাসরি হয়রানির শামিল এবং এটি একটি গুরুতর অপরাধ। তিনি এই ধরনের কর্মকাণ্ডকে স্পষ্টভাবে নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

 


এ ঘটনার প্রেক্ষিতে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আলিনা আমির।

এআই প্রযুক্তির অপব্যবহার ও অনলাইন হয়রানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই ঘটনা—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।