Image description

গাজায় ইসরাইলের আগ্রাসন ও হামাসের সঙ্গে যুদ্ধের কারণে দীর্ঘদিন কার্যত বন্ধ থাকার পর গাজার রাফা সীমান্ত ক্রসিং। তবে শান্তি বোর্ডর আলোচনায় এসেছে আগামী সপ্তাহে পুনরায় খুলে দেওয়া হবে। ওয়াশিংটনের ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের এক নেতা এ ঘোষণা দিয়েছেন।

 

ফিলিস্তিনি টেকনোক্র্যাট নেতা আলি শাথ সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে ভিডিও লিঙ্কে বক্তব্য দিতে গিয়ে বলেন, রাফা ক্রসিং উভয় দিকেই খুলে দেওয়া হবে। এই সীমান্ত পথটি গাজার জন্য শুধু একটি প্রবেশপথ নয়, বরং জীবনরেখা হিসেবে বিবেচিত।

 

শাথ বলেন, ‘রাফা শুধু একটি দরজা নয়, এটি গাজার মানুষের জন্য আশা ও সুযোগের প্রতীক। এই ক্রসিং খুলে দেওয়া মানে গাজা আর শুধু যুদ্ধের ভবিষ্যতের দিকে তাকিয়ে নেই।’

তিনি আরও বলেন, রাফা পুনরায় চালু হওয়া প্রমাণ করে যে গাজাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখার নীতি থেকে সরে আসার ইঙ্গিত মিলছে।

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতি কার্যকর ও টেকসই করতে ‘শান্তির বোর্ড’ চালুর উদ্যোগ নেন। অক্টোবর মাসে ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল গাজার প্রধান প্রবেশদ্বারগুলো পুনরায় চালু করা।

 

২০২৪ সাল থেকে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুদ্ধবিরতি চুক্তির পর গাজার অর্ধেকের বেশি এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে সীমান্ত ক্রসিং সংলগ্ন অঞ্চলও অন্তর্ভুক্ত। ছিটমহলের বাকি অংশ হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আল আরাবিয়্যা