Image description
 

মস্কোয় নিযুক্ত ব্রিটিশ এক কূটনীতিককে ‘গুপ্তচর’ হিসেবে অভিযুক্ত করেছে রাশিয়া। তবে এ দাবিকে ‘ দুরভিসন্ধিমূলক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার মস্কো ওই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর লন্ডনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘আমাদের কর্মীদের বিরুদ্ধে ক্রেমলিনের এ ধরনের দুরভিসন্ধিমূলক ও ভিত্তিহীন অভিযোগ তোলার ঘটনা এবারই প্রথম নয়। এর জবাবে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আমরা খতিয়ে দেখছি।’

বিডি প্রতিদিন