Image description
 

গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন শুরু করেছে ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আর্কটিক অঞ্চলটি দখলের হুমকি জোরালো হওয়ার প্রেক্ষিতে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন জোরদার করা হচ্ছে।

এরআগে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সমাধান ছাড়াই শেষ হয়। এরপর আর্কটিক দ্বীপের নিরাপত্তা জোরদার করতে ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে সেনারা গ্রিনল্যান্ডে আসতে শুরু করেছেন।

ফ্রান্স এরইমধ্যে ১৫ জন এবং জার্মানি ১৩ জন সেনা পাঠিয়েছে। নরওয়ে এবং সুইডেনও এতে অংশগ্রহণ করছে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফরাসি সামরিক বাহিনীর প্রথম দলটি এরইমধ্যেই পৌঁছেছে। অন্যরাও যাচ্ছেন।’

এদিকে, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৃহস্পতিবার গ্রিনল্যান্ডে ১৩ জন সেনার একটি গোয়েন্দা দল মোতায়েন করছে।

ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে ডেনমার্ক ‘ন্যাটো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায়’ গ্রিনল্যান্ডে তার সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে। সুইডেন এবং নরওয়ে ঘোষণা করেছে যে তারা গ্রিনল্যান্ডে সামরিক কর্মী পাঠাবে।

এদিকে, গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর নতুন পদক্ষেপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটি দল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তির অনুমোদন প্রক্রিয়া অবিলম্বে স্থগিতের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা