Image description

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক নবদম্পতিসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল প্রায় ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জরুরি সেবা সংস্থার কর্মকর্তারা জানান, গ্যাস লিকেজের ফলে একটি কক্ষে গ্যাস জমে ছিল। পরবর্তীতে সেখান থেকেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় শুধু ওই বাড়িই নয়, আশপাশের অন্তত তিনটি বাড়িও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তান সিনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি। তিনি একে ‘অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিহত বরের বাবা হানিফ মাসিহ জানান, মাত্র একদিন আগেই তার ছেলের বিয়ে সম্পন্ন হয়েছিল। বিস্ফোরণের সময় নবদম্পতি, পরিবারের সদস্য এবং কয়েকজন অতিথি ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় শোকাবহ ঘটনায়।

ইসলামাবাদের ডেপুটি পুলিশ কমিশনার সাহিবজাদা ইউসুফ বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে স্নিফার ডগ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।