Image description

কারাবন্দি ভারতের ছাত্র নেতা উমর খালিদকে লেখা নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির একটি চিঠি প্রচারিত হওয়ার পর তাকে কঠোর তিরস্কার করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছে।

গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফররত খালিদের বাবা-মায়ের সাথে দেখা করার পর মামদানি চিঠিটি লিখেছিলেন।

খালিদের বাবা-মা কয়েকদিন আগে চিঠিটি শেয়ার করেছিলেন। পরবর্তীতে এক্স এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক শেয়ার হয় সেই চিরকুটি।

মিডল ইস্ট আইয়ের সংবাদে এসেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন যে, মামদানির উচিত অন্য দেশের স্বার্থে না গিয়ে নিজের বিষয়ে মনোযোগ দেওয়া।

জয়সওয়াল বলেন, ‘নিউ ইয়র্কের শহরের মেয়রের মন্তব্যের বিষয়ে, আমরা আশা করি জনপ্রতিনিধিরা অন্যান্য গণতন্ত্রের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হবেন।’

তিনি আরো বলেন, ‘পদে থাকা ব্যক্তিদের, ব্যক্তিগত পক্ষপাত প্রকাশ করা শোভন নয়।’

খালিদকে লেখা মামদানির চিঠিতে লেখা আছে, ‘প্রিয় উমর, তিক্ততা নিয়ে তোমার সেই কথাগুলো আমি প্রায়ই ভাবি, আর চিন্তা করি কীভাবে নিজেকে এর মধ্যে হারিয়ে না ফেলে টিকে থাকতে হয়। তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। আমরা সবাই তোমার কথা ভাবছি।’

উল্লেখ্য, ছাত্র নেতা খালিদ ২০২০ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত নয়াদিল্লি দাঙ্গার পিছনে তাকে অভিযুক্ত করা হয়েছে। সেই থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর থেকে বিনা বিচারে কারাগারে বন্দী রয়েছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (USCIRF) খালিদকে ‘ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে প্রতিবাদ করার’ জন্য নির্যাতিত বলে মনে করে।

সর্বশেষ গত ৫ জানুয়ারি (২০২৬) ভারতের সুপ্রিম কোর্ট উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দেন।