যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার (আইসিই) গুলিতে গত সপ্তাহে ৩৭‑বছর বয়সী নারী রেনে গুড নিহতের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে সাড়া দিয়ে শনিবার (১০ জানুয়ারি) শহরের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়। এছাড়া প্রতিবাদের অংশ হিসেবে আইসিইর কঠোর অভিবাসন নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে এক হাজারেরও বেশি বিক্ষোভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মিনাসোটা এবং মার্কিন অভিবাসন ও সীমান্ত কর্মকর্তারা এ মর্মান্তিক ঘটনাকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, গুডকে অনর্থক গুলি করা হয়েছে এবং ভিডিও ফুটেজে দেখা গেছে তার গাড়ি কর্মকর্তার গুলির সময় ঠিক তৎক্ষণাত পেছন দিকে যাচ্ছিলো। অপরদিকে, হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই দাবি করেছে কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি করেছেন এবং গুড তাদের গাড়ি দ্বারা আক্রমণ করতে চেয়েছেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা 'অ্যাবলিশ আইস' (আইসিই বিলুপ্ত করো) ও 'নো জাস্টিস,নো পিস' (ন্যায়বিচার ছাড়া শান্তি নেই) স্লোগান দেন এবং রেনি গুডের নামে স্লোগান করেন। রেনে গুড নিহতের স্থান থেকে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
সম্প্রতি মিনিয়াপোলিস রাজ্যের সেন্ট পল এলাকায় প্রায় দুই হাজার অভিবাসন কর্মকর্তা মোতায়েন করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আইসিই পরিচালিত অন্যতম বড় অভিযান হিসেবে চিহ্নিত হয় এ অভিযান। প্রান্তিক গোষ্ঠী প্রতিনিধিরা এই নিয়োগের কঠোর ভূমিকা ও আইসিইর বিচার বহির্ভূত আচরণের পেছনে সরকারি নীতি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বিচার ও সংস্কারের দাবি জানাচ্ছেন।