রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। তবে তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি বিশ্বাস করেন না। যদিও শুরুতে তিনি রাশিয়ার বর্ণনাকেই সত্য ধরে নিয়েছিলেন।
সোমবার (০৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ওই সময় কেউই নিশ্চিত ছিল না রিপোর্টটি সঠিক কি না। তিনি জানান, পুতিনের বাসভবনের আশপাশে ‘কিছু একটা’ ঘটেছিল ঠিকই, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রমাণ পর্যালোচনা করার পর ইউক্রেন ওই স্থাপনায় হামলা চালিয়েছে বলে তারা বিশ্বাস করেননি।
ইউক্রেন শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। কিয়েভের দাবি, এটি শান্তি আলোচনাকে ভেস্তে দিতে রাশিয়ার সাজানো বা ‘ফলস ফ্ল্যাগ’ ধরনের একটি অভিযান। অন্যদিকে মস্কো বলেছে, এ ঘটনা শান্তি আলোচনায় তাদের অবস্থান আরও কঠোর করবে।
গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভূপাতিত ড্রোনের ভিডিও প্রকাশ করে দাবি করে, ইউক্রেন নভগোরোদ অঞ্চলে অবস্থিত পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। মন্ত্রণালয়ের দাবি, হামলায় ওই বাসভবনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ঘটনার সময় পুতিন সেখানে উপস্থিতও ছিলেন না।
ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা মিত্ররাও এই হামলার দাবি নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেছে বলেও উল্লেখ করেছে আল জাজিরা।