আজ (বৃহস্পতিবার) সকালে মুক্তি পেয়েছে বিশ্বখ্যাত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও শেষ মৌসুমের শেষ পর্ব। দীর্ঘ প্রতীক্ষিত এই পর্বটি দেখার জন্য বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা এতটাই ছিল যে, মুক্তির পরপরই নেটফ্লিক্সের সার্ভার সাময়িকভাবে ক্র্যাশ করে।
ঘটনার বিবরণ: বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে সিরিজটির শেষ পর্ব স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসার এক মিনিটের মধ্যেই সার্ভার অচল হয়ে পড়ে। ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছিলেন না এবং অনেকের পর্দায় নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘নেইল্ড ইট!’-এর একটি ছবিসহ ত্রুটিবার্তা (Error Message) দেখানো হচ্ছিল। কয়েকবার রিফ্রেশ করার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও, এই প্রযুক্তিগত বিভ্রাট ভক্তদের মনে কিছুটা বিরক্তি ও উত্তেজনা তৈরি করে।
রেকর্ড গড়া ভিউ: ‘স্ট্রেঞ্জার থিংস’–এর পঞ্চম মৌসুমটি মুক্তির প্রথম সপ্তাহেই (২২ থেকে ২৮ ডিসেম্বর) ৩ কোটি ৪৫ লাখ বার দেখা হয়েছে, যা নেটফ্লিক্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক ভিউ। এর আগে ২৬ নভেম্বর সিজনটির শুরুর অংশ মুক্তির পর ৫ কোটি ৯৬ লাখ ভিউ নিয়ে এটি ইংরেজি ভাষার সিরিজের তালিকায় সবচেয়ে বড় উদ্বোধনী সপ্তাহের রেকর্ড গড়েছিল। বড়দিনে মুক্তি পাওয়া পর্বগুলোও ছিল দর্শকদের তালিকার শীর্ষে।
প্রেক্ষাগৃহে ‘হাউসফুল’ প্রদর্শনী: নেটফ্লিক্সের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নির্বাচিত ৬২০টি প্রেক্ষাগৃহেও সিরিজটির ফাইনাল পর্ব প্রদর্শিত হচ্ছে। সহ-নির্মাতা রস ডাফার জানিয়েছেন, প্রেক্ষাগৃহে দেখার জন্য ইতিমধ্যে ১১ লাখ দর্শক নিবন্ধন করেছেন এবং ৩,৫০০টি শো সম্পূর্ণ ‘হাউসফুল’ হয়ে গেছে।
রস ডাফার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “১০ বছরের এই যাত্রা একসঙ্গে শেষ করার এটাই সবচেয়ে সুন্দর উপায়।”