Image description

কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ। রোববার এক অনুষ্ঠানে একথা বলেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। তিনি বলেন, ইসরাইলের আকাশ, স্থল ও নৌ আগ্রাসন বন্ধ করতে হবে। এসময় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কাসেম। খবর বার্তা সংস্থা মেহেরের।

কাসেম বলেন, যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ প্রত্যাহার বাস্তবায়ন এবং বন্দিদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, যদি লেবাননের দক্ষিণ অংশ ইসরাইলের দখলে চলে যায়, তাহলে আর কেউ অবশিষ্ট থাকবে না। এজন্য দেশের স্বার্থে সবাইকে 

তিনি বলেন, ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন থামেনি। হিজবুল্লাহ মহাসচিব আরো বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি; হয় আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে লেবাননের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেবো, অথবা আমরা জাতীয়ভাবে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের ভূমি পুনরুদ্ধারের জন্য জেগে উঠব।’

কাসেমের মতে, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ একটি ইসরাইল-মার্কিন প্রকল্প। এতে লেবানন নয়, ইসরাইলের স্বার্থ দেখা হয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির এক বছর পার হয়ে গেছে, লেবানন প্রতিশ্রুতি এবং ছাড় দিয়েছে, তবে ইসরাইল বিরতি ছাড়াই তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে।’ এর প্রেক্ষিতে তিনি বলেন, ‘যদি লেবাননের দক্ষিণ অংশ হারিয়ে যায় তবে লেবাননের আর কোনো অংশ অবশিষ্ট থাকবে না, এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখ দাঁড়ানো প্রয়োজন।