Image description

যুক্তরাজ্যের লন্ডনে বাস, রাস্তাসহ ব্যস্ত স্থানগুলো ছেয়ে গেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করা পোস্টারে। ব্রিটেনের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো করেছে এই কাজ। রোববার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যায় তার ভূমিকা তুলে ধরা হয়েছে পোস্টারে। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কথাও উল্লেখ করা হয়েছে এতে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

ইসরাইলি সেনাবাহিনী দুই বছরের মধ্যে গাজায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যদিও ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তারপরও ইসরাইল তাদের আক্রমণ বন্ধ করেনি।