Image description

ইরানের উত্তরাঞ্চলে সংঘটিত এক ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।

বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের তথ্যমতে, ২০২২ সালে ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে এই অপরাধ সংঘটিত হয়। দোষীদের পরিচয় প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্টে রায় বহাল থাকার পরই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে গত মাসে উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের দায়ে দোষী এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়।ইরানে হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সাধারণত ভোরবেলায় ফাঁসিতে ঝুলিয়ে এসব দণ্ড কার্যকর করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, চীনের পর বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ইরানের অবস্থান দ্বিতীয়।

শীর্ষনিউজ