Image description

ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার এ মহাড়া চালানো হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে উৎক্ষেপণের বিষয়টি নাকচ করে দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।

মাঠ পর্যবেক্ষণ ও জনগণের উদ্ধৃতি দিয়ে আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরান, ইস্ফাহান, মাশহাদ, খোররামাবাদ ও মাহাবাদসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হয়েছে।

আধা-সরকারি সংবাদমাধ্যম নূর নিউজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে। তবে এর স্পষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।

তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি অস্বীকার করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বলেছে, অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত নয়।

এ বিষয়ে গত সোমবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমরা জানি, ইরান সামরিক মহড়া চালাচ্ছে। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।

এনবিসি নিউজ জানিয়েছে, ইরানের বর্ধিত ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ বিভিন্ন হুমকির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করার পরিকল্পনা করছেন নেতানিয়াহু।

আগামী মাসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নেতানিয়াহু। ইসরাইলি কর্মকর্তারা এই কর্মসূচিকে হুমকি হিসেবে দেখছেন এবং প্রয়োজনে দ্রুত সামরিক পদক্ষেপ নিতে সতর্ক করেছেন।

পশ্চিমা দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হিসেবে বিবেচনা করছে। তারা আশঙ্কা প্রকাশ করছে যে, ইরান যদি ইচ্ছা করে তবে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে নিউক্লিয়ার অস্ত্র বহন করতে পারে।

চলতি মাসের শুরুতে উপসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস। ওই মহড়ায় বিভিন্ন কৃত্রিম লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

শীর্ষনিউজ