তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে হায়মানা জেলায় এক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আল-হাদ্দাদ ও তাঁর চার সহযোগী নিহত হয়েছেন।
লিবিয়ার প্রেসিডেন্সি কাউন্সিলের প্রধান মোহাম্মদ মেনফি মঙ্গলবার সন্ধ্যায় সেনাপ্রধান মোহাম্মদ আল-হাদ্দাদ ও চারজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তারা সবাই আঙ্কারার কাছে সংঘটিত একটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান এক্স (X)-এ প্রকাশিত এক বিবৃতিতে মেনফি বলেন, এই মৃত্যু “লিবিয়ার সামরিক প্রতিষ্ঠানের জন্য এবং পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি বলেন, “লিবিয়া এমন জাতীয় সামরিক নেতাদের হারিয়েছে, যারা দেশসেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সংবেদনশীল পরিস্থিতিতে সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং শৃঙ্খলা, অঙ্গীকার ও আনুগত্যের উচ্চ চেতনায় কর্তব্য সম্পাদন করেছেন—যেখানে জাতির স্বার্থ, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সব কিছুর ঊর্ধ্বে রাখা হয়েছে।”
মেনফি নিহতদের পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান।
এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, আল-হাদ্দাদকে বহনকারী ত্রিপোলিগামী ফ্যালকন–৫০ জেট বিমানের ধ্বংসাবশেষ আঙ্কারার কাছে হায়মানার দক্ষিণে পাওয়া গেছে।
-আনাদলু এজেন্সি