গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ডার রা’দ সা’দকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশটির অবৈধ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছে আমেরিকা।
আমেরিকা বলেছে, নেতানিয়াহুকে বলা হয়, “যদি আপনি আপনার মর্যাদা ক্ষুন্ন করতে চান, এবং যুদ্ধবিরতির চুক্তি মানতে না চান (সমস্যা নেই)। কিন্তু গাজ্জায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি করেছেন সেটি আমরা আপনাকে নষ্ট করতে দেব না।” রা’দ সা’দের ওপর হামলা চালিয়ে ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও ইসরাইলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম এক্সিওসকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনার বেশ ক্ষুব্ধ হয়েছেন বলেও হোয়াইট হাউজের ওই কর্মকর্তা জানিয়েছেন।
এসব অপ্রয়োজনীয় হামলা চালিয়ে আরব দেশগুলোকে ইসরাইল ক্ষুব্ধ করে তুলছে বলেও যুক্তরাষ্ট্র ইসরাইলকে বার্তা দিয়েছে।
নেতানিয়াহুকে আমেরিকা আরও জানিয়েছে, গত দুই বছরে নেতানিয়াহু নিজেকে বিশ্বমণ্ডলে ‘একাকি’ করে তুলেছেন। আব্রাহাম চুক্তির পর কেন আরব আমিরাত এখনো সফরের আমন্ত্রণ জানায়নি এবং মিসরের প্রেসিডেন্ট কেন দেখা করতে অনীহা দেখিয়েছেন নিজেকে সে প্রশ্ন করতে নেতানিয়াহুকে বলেছে আমেরিকা।
যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে বার্তা দিয়েছে, ইসরাইল যদি এমন করতে থাকে তাহলে আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র তার সময় নষ্ট করবে না।
সূত্র : এক্সিওস