Image description
 

ভারতের উত্তর প্রদেশে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে নতুন অভিযান চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ নির্দেশের পর রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে সরকার। পশ্চিমবঙ্গের এসআইআর অভিযান শুরুর পর অনেক অনুপ্রবেশকারী অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ায় তাদের শনাক্তকরণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (০৬ ডিসেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকার জানায়, এটি কোনো আবেগপ্রবণ বা তাৎক্ষণিক পদক্ষেপ নয়; বরং নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এটি একটি পরিকল্পিত উদ্যোগ।

 

সরকারের বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিষ্কারভাবে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপস নয় এবং অবৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না।

 

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যাচাই অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীদের একটি সুসংগঠিত নেটওয়ার্ক উদ্ঘাটিত হয়েছে। বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। উত্তর প্রদেশ এটিএসের অভিযানেও বহু রোহিঙ্গা অনুপ্রবেশকারীর গ্রেপ্তার হয়েছে, যা দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেটওয়ার্কের গভীরতা তুলে ধরছে।

 

সরকার জানিয়েছে, প্রতিটি বিভাগে ডিটেনশন সেন্টার স্থাপন করা হবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আটককৃতদের সেখানে রাখা হবে। নির্বাসন প্রক্রিয়া পরিচালনায় এফআরআরওর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে, আর জেলাশাসকদের প্রতিদিনের অগ্রগতি হোম ডিপার্টমেন্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগে এই ধরনের নজরদারি, গ্রেপ্তার ও নির্বাসন কার্যক্রম বিভিন্ন দপ্তরে বিচ্ছিন্নভাবে পরিচালিত হওয়ায় তা অকার্যকর ছিল বলে জানিয়েছে সরকার। নতুন ব্যবস্থা এসব পদক্ষেপকে একীভূত করে আরও কার্যকর করেছে।