Image description

গাজার খান ইউনিসের একটি তাবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছেন।

কুয়েত ফিল্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত মানুষের তাবুতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় এ হামলা চালানো হয়েছে।

 

চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৬ এবং ৩০ বছর বয়সী দুই নারী রয়েছেন। এছাড়া ৩৬ বছর বয়সী এক পুরুষ এবং আট ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছেন। এছাড়া এ হামলায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধারকর্মীরা বিবিসিকে জানিয়েছেন, তারা আল-নাজাত ক্যাম্প থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছেন। এ ক্যাম্পে সাম্প্রতিক মাসগুলোতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা একজন হামাস যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছে। পাঁচ ইসরায়েলি সেনা আহত হওয়ার পর এ হামলা চালানো হয়েছে। হামাস রাফাহ এলাকায় মোতায়েন ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে বলে দাবি করেছে হামাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল-মাওয়াসি বাস্তুচ্যুতদের এলাকায় একটি তাবুকে লক্ষ্য করে প্রথমে হামলা চালানো হয়। এরপর কুয়েত হাসপাতালের কাছে বিস্ফোরণ ঘটে। এতে করে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামাস হামলাকে বর্বর, নির্বিচার ও ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে।