বৈশ্বিক শিশুসুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক ধরপাকড় ও অভিযানে পুরো সম্প্রদায় ঘরবন্দি হয়ে পড়েছে। ফলে ওই এলাকার শত শত শিশু স্কুলে যেতে পারছে না।
সংস্থাটি জানিয়েছে, ব্যাপক সামরিক অভিযানের কারণে তাদের শিক্ষা কার্যক্রম এবং শিশুসুরক্ষা সেবা বন্ধ রাখতে হয়েছে। এতে করে ৭০০-র বেশি শিশু জরুরি সেবা ও সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। তারা আরও বলছে, পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না, ফলে শিশুদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে গেছে।
মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমদ আলহেন্দাওয়ি বলেন, 'বিশ্বের দৃষ্টি এখন গাজায় থাকলেও, পশ্চিম তীরে যে শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে—তা চোখ এড়িয়ে গেলে চলবে না।'
তিনি বলেন, সব শিশুরই স্কুলে যাওয়ার অধিকার রয়েছে; নিরাপদ পরিবেশ ও শিক্ষার সুযোগ তাদের ভবিষ্যৎ গড়ার মৌলিক শর্ত। 'শিক্ষা একটি অধিকার, নিরাপত্তা একটি অধিকার—এ দুটোই বর্তমানে ঝুঁকির মুখে।'
পশ্চিম তীরে চলমান অভিযানের ফলে শিক্ষাবঞ্চনা, নিরাপত্তাহীনতা ও মানসিক আঘাতে শিশুদের ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। সেভ দ্য চিলড্রেন বলছে, শিশুদের মৌলিক অধিকার রক্ষায় অবিলম্বে পরিস্থিতির উন্নয়ন জরুরি।