Image description
 

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া মঙ্গলবার শুরু হয়েছে। এই প্রক্রিয়ার সূচনা হয়েছে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সভাপতিদের যৌথ চিঠির মাধ্যমে, যেখানে সদস্য রাষ্ট্রগুলিকে প্রার্থীদের মনোনয়নের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং আগামী কয়েক মাসের নির্বাচনী ধাপগুলোর নির্দেশনা জানানো হয়েছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত মহাসচিবের পদে কোনো নারী অধিষ্ঠিত হননি। নারী ও পুরুষদের জন্য উর্ধ্বতন সিদ্ধান্ত গ্রহণকারী পদে সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সদস্য রাষ্ট্রগুলোকে নারী প্রার্থীদের মনোনয়নের জন্য বিশেষভাবে বিবেচনা করতে উৎসাহিত করা হয়েছে। এছাড়াও তারা অঞ্চলের বৈচিত্র্যের গুরুত্বের কথাও তুলে ধরেছেন।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত নির্বাচিত হবেন আগামী বছর, এবং নতুন মহাসচিবের মেয়াদ শুরু হবে ১ জানুয়ারি, ২০২৭ থেকে পাঁচ বছরের জন্য। জাতিসংঘ সংবিধানের ৯৭নং অনুচ্ছেদ অনুযায়ী মহাসচিবের নিয়োগ সাধারণ পরিষদের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে করা হয়।

 

এখন পর্যন্ত নির্বাচনী দৌড়ে অংশ নেওয়ার কথা প্রকাশ করেছেন চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল বাসেলেট, কস্তারিকার প্রাক্তন সহ-রাষ্ট্রপতি রেবেকা গ্রিনস্প্যান এবং আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রসী, যিনি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর মহাপরিচালক পদে আছেন।

 

এই নির্বাচনের মাধ্যমে জাতিসংঘের নেতৃত্বে নতুন দিকনির্দেশনা নির্ধারিত হবে এবং আন্তর্জাতিক কূটনীতিতে বৈশ্বিক সমতা ও অংশগ্রহণের নতুন অধ্যায় সূচিত হবে।