Image description
 

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়া এখন ‘চুক্তি করতে আগ্রহী’—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণেই ক্রেমলিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া আলোচনায় অগ্রগতি আনতে বিশেষ দূতকে মস্কো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

  

এর আগে দু’দিন আগে জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কূটনীতিকদের মধ্যে ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ওই বৈঠকের পর মঙ্গলবার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়।

তবে এই পরিকল্পনায় ইউক্রেনকে ভূখণ্ড ছাড়, সামরিক সীমাবদ্ধতা এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগের প্রস্তাব রাখা হয়—যা ‘রাশিয়ার অনুকূল’ বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। যদিও একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার ‘মূল বিষয়গুলো’য় ইউক্রেন তার সমর্থনও জানিয়েছে।

জেলেনস্কির সমালোচনার পর পাল্টা প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি অভিযোগ করেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক সহায়তার পরও ইউক্রেন ‘কোনো কৃতজ্ঞতা দেখায়নি’। জেনেভায় যখন মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প।

 

হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইউক্রেন সংকটের সমাধান “সহজ নয়”, তবে “আমরা চুক্তি বাস্তবায়নের খুব কাছাকাছি”—এ মন্তব্য করে তিনি শান্তি প্রক্রিয়ায় আশাবাদও ব্যক্ত করেন।