Image description

অস্ট্রেলিয়ার অভিবাসন বিরোধী দল ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন বোরকা পরে অস্ট্রেলিয়ান সিনেটে বিতর্ক সৃষ্টি করেছেন। সোমবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়াতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার উদ্দেশ্যে একটি বিল প্রবর্তনের চেষ্টা ব্লক হওয়ার পর কালো বোরকা পরে তিনি বৈঠকে উপস্থিত হন।   
 
হ্যানসন, যিনি দীর্ঘদিন ধরে এই ধরনের পোশাকের বিরুদ্ধে প্রচার করেছেন, বোরকা খুলতে অস্বীকার করেন, যার কারণে সিনেটের কার্যক্রম স্থগিত করতে হয়। তার এই কাজকে সহস্রাধিক সহকর্মী কঠোর সমালোচনা করেছেন। গ্রীনস নেত্রী লারিসা ওয়াটার্স এটিকে বর্ণবাদী ও অস্বস্তিকর এবং ধর্মপ্রাণ মানুষের প্রতি ঘৃণাসূচক  হিসেবে অভিহিত করেছেন। বিদেশমন্ত্রী পেনি ওয়ং এটিকে অভদ্র এবং সব সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিকূল বলেও উল্লেখ করেছেন।

এটি হ্যানসনের সংসদে বোরকা পরার দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১৭ সালে তিনি নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তুলে একই ধরনের পোশাক পরেছিলেন। হ্যানসন ইসলামের প্রতি বারবার সমালোচনা করে বলেন, এটি “আমাদের সংস্কৃতি ও আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ একটি সংস্কৃতি ও মতবাদ।”
 
 মূল রক্ষণশীল বিরোধী দলের ভেতরের সংঘাতের মধ্যে তার পার্টির সমর্থন সম্প্রতি বেড়েছে, । সাম্প্রতিক এক জরিপে ওয়ান নেশনকে রেকর্ড ১৮ শতাংশ সমর্থন দেখানো হয়েছে। এদিকে, সরকারী প্রতিনিধি সম্প্রতি স্বীকার করেছেন যে অস্ট্রেলিয়া ইসলামভীতি বৃদ্ধি মোকাবেলায় তেমন কার্যকর উদ্যোগ নিতে পারেনি।