Image description
 

দায়িত্ব দেওয়া হয়েছিল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা প্রদানের জন্য। কিন্তু কাজ ফেলে রেখে বাগদত্তা নারীর সঙ্গে হাসপাতালের একটি কক্ষে নাচে মেতে ওঠেন এক চিকিৎসক। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। চিকিৎসকের এমন কাণ্ডে বেজায় চটেছেন নেটিজেনরা।

এদিকে সরকারি ওই হাসপাতালে চিকিৎসকের এমন অসামাজিক কাজের পর তাকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়। এ ছাড়া স্বাস্থ্য দপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদেন বলা হয়েছে, দুই বছরের চুক্তিতে সম্প্রতি নিয়োগ পান ডাক্তার ওয়াকার সিদ্দিক। তাকে দায়িত্ব দেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। কিন্তু দায়িত্ব ফেলে রেখে হাসপাতালের একটি কক্ষে এক নারীর সঙ্গে নাচতে দেখা যায় তাকে। ওই নারী তার বাগ্‌দত্তা বলে জানা গেছে।

 
 

ঘটনা এখানেই শেষ নয়, ডাক্তারের এমন অশোভন কর্মকাণ্ডের ফলে তাকে জরুরি বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে অভিযোগ পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।