মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনই ইউক্রেন যুদ্ধের সূচনা ঘটিয়েছিলেন, যার ফলে দেশটি এখন অনেক ছোট হয়ে গেছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে।
শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান–এর সঙ্গে বৈঠকে ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, বাইডেন আসলে সেই যুদ্ধটা ঘটানোর দিকেই ঠেলে দিয়েছিলেন। এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্য। এখন দেখুন, ইউক্রেনের কী অবস্থা — দেশটা অনেক ছোট হয়ে গেছে, আর অসংখ্য মানুষ মারা গেছে।
এর আগে গতকাল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক দ্রুত যেকোনো দিনই বুদাপেস্টে অনুষ্ঠিত হতে পারে।
গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি ‘প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায়’ সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস উভয় পক্ষই স্পষ্ট করে জানায়, বৈঠকটি বাতিল নয় বরং স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে সংবাদমাধ্যম মাগিয়ার নেমজেত–কে দেওয়া সাক্ষাৎকারে অরবান বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে এখনো এক–দুটি অনিষ্পন্ন বিষয় রয়েছে। সেগুলো মীমাংসা হলে কয়েক দিনের মধ্যেই বুদাপেস্টে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।
পরবর্তীতে কোশুত রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘পুতিন ও ট্রাম্পের বৈঠক বুদাপেস্টে অবশ্যই হবে।’ তবে তিনি যোগ করেন, এ বৈঠকেই চূড়ান্ত সমাধান আসবে কি না, নাকি এটি কেবল শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে—তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: তাস