
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে আরও দুই ইসরাইলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। তবে বলেছে, গাজার ধ্বংসস্তূপ থেকে বাকি নিহতদের উদ্ধারের জন্য তাদের সময় এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন। খবর বিবিসির।
হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে জানায়, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে যত জিম্মিদের কাছে পৌঁছাতে পেরেছে তাদের সকলের মৃতদেহ ফেরত দিয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যদি চুক্তি মেনে না চলে তবে ইসরাইলি বাহিনী গাজায় আবারও যুদ্ধ শুরু করতে পারে।
অন্যদিকে, এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসরাইল রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের মৃতদেহ সম্বলিত কফিন পেয়েছে, যা এখন আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের অপেক্ষায় রয়েছে।
এর আগে, ইসরাইল বলেছিল যে তারা জিম্মিদের মৃতদেহ ফিরিয়ে দেয়ার বিষয়ে কোনো আপস করবে না। কারণ মিশন সম্পূর্ণ হয়নি।
চুক্তি মেনে চলতি সপ্তাহে ইসরাইলের সমস্ত জীবিত জিম্মিকে হামাস মুক্তি দেয়ার পর ইসরাইলের কারাগার থেকেও শত শত ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয়া হয়।
গত সোমবার ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয় ইসরাইল-হামাস। এতে করে দুই বছরের বেশি সময়ের গাজা যুদ্ধের অবসানের সম্ভাবনা দেখা দেয়।
শীর্ষনিউজ/