
গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের দাবিতে এক সমাবেশে বিতর্কিত স্লোগান দেওয়ায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষার্থী, স্যামুয়েল উইলিয়ামস, বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি ও অর্থনীতি (PPE) বিষয়ে অধ্যয়নরত।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উইলিয়ামস লন্ডনে ‘ন্যাশনাল ডেমোনস্ট্রেশন ফর প্যালেস্টাইন’ নামের এক বিক্ষোভে বক্তব্য দেন। তিনি বলেন, “ফিলিস্তিন ও গাজার মহৎ প্রতিরোধকে আমরা সম্মান জানাই।” এরপর তিনি একটি স্লোগান দেন— “গাজা, আমাদের গর্বিত করো, জায়নিস্টদের মাটির নিচে পাঠাও”—যা ইহুদিবিদ্বেষী ভাষা হিসেবে সমালোচিত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানায়, উইলিয়ামস কেন্টের টানব্রিজ ওয়েলস এলাকার বাসিন্দা। তার এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় এবং তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, ‘‘বিশ্ববিদ্যালয়ের কমিউনিটিতে ঘৃণা, ইহুদিবিদ্বেষ বা যেকোনো ধরনের বৈষম্যের কোনো স্থান নেই। গুরুতর অভিযোগ উঠলে তদন্ত চলাকালীন শিক্ষার্থীকে সাময়িকভাবে স্থগিত করার এখতিয়ার আমাদের রয়েছে।’’
ইতোমধ্যে উইলিয়ামসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং আপাতত তিনি সব ধরনের বিশ্ববিদ্যালয় কার্যক্রম থেকে বিরত রয়েছেন। ঘটনার পর তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারও করেছে বলে জানিয়েছে টাইমস।
শীর্ষনিউজ