জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন (জকসু) নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভূমিকম্প আতঙ্কে জবি ক্যাম্পাস বন্ধ থাকলেও অনলাইননে বিভিন্ন ভিডিও ও ছবি শেয়ারের মাধ্যমে নিজেদের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এবার ভিন্নধর্মী প্রচারণায় নেমেছেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস পদপ্রার্থী ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবদুল আলিম আরিফ।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে হাতে বিড়াল নিয়ে একটি ছবি পোস্ট করেন আরিফ। সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দেন।
ফেসবুক পোস্টে আবদুল আলিম আরিফ লেখেন, ‘বিড়ালের চোখে তাকালেই বুঝি—নীরব শান্তির আড়ালে কত অদেখা রহস্য লুকিয়ে আছে।’ তার করা ফেসবুক পোস্টে নানা মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পোস্ট করা ছবিতে দেখা যায়, ‘আরিফের পেছনে বইয়ের একটি রেক, সেখানে সারিবদ্ধভাবে অনেক বই রয়েছে।
আনাস মহিউদ্দিন নামে একজন মন্তব্য করে লেখেন, ‘বিড়াল টা অমনোযোগী....... এবং তার চোখে হাজারো অভিযোগের চিহ্ন।’ আফসানা মিমি নামের এক শিক্ষার্থী বলেন, ‘এতো বই, আজ বুঝলাম কেনো শিবির এতো মেধাবী হয়।’
জানা গেছে, জকসু নির্বাচনে ২১ সদস্যের প্যানেল ঘোষণা করে ছাত্রশিবির। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’। প্যানেল থেকে ভিপি পদে লড়বেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি শাখা শিবির সভাপতি রিয়াজুল ইসলাম, জিএস পদে ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবির সেক্রেটারি আবদুল আলিম আরিফ এবং এজিএস পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা।
২১ সদস্যের এ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন নাওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক পদে তাওহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সোহাগ আহমেদ মনোনীত হয়েছেন।
এ ছাড়া ৭টি নির্বাহী সদস্যপদে মনোনীত শান্তা আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান ও আবদুল্লাহ আল ফারুক।