জুলাই-আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বেতন, পরীক্ষা ফি, পরিবহন ফি, বিভাগ উন্নয়ন ফি ও হলের সকল প্রকার ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেন।
পরিপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৫০তম সভা (২৩/০৬/২০২৫), অর্থ কমিটির ৪৬তম সভা (২১/০৮/২০২৫) এবং সিন্ডিকেটের ৯০তম (২৯/০৮/২০২৫) ও ৯১তম (১১/১০/২০২৫) সভায় গৃহীত সিদ্ধান্তের অনুমোদনের ভিত্তিতে এই ফি মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই মওকুফ ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। এছাড়াও, তালিকাভুক্ত আহত শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ৬ ফেব্রুয়ারি ২০২৫-এর পরও মওকুফকৃত ফি জমা দিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে সেই অর্থ সমন্বয় অথবা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে সিদ্ধান্তে।