Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ নভেম্বর) ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, একাত্তর হলের এক্সটেনশনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আর তাদের তথ্যানুযায়ী, এ ঘটনায় এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, সাড়ে ৬টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুন ধরার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তা নেভানোর চেষ্টা করছেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। 

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। ঘটনাস্থলে তাদের সদস্যরা যাওয়ার আগে গণমাধ্যমকে তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।‌ চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ‌ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিটগুলো। এছাড়া, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।