Image description

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শিক্ষকদের আন্দোলনে টানা আটদিন বন্ধ ছিল সারাদেশের প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এই আন্দোলনের ফলে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষার্থীরা একাডেমিক ক্ষতির মুখে পড়েছে। শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে দিতে আগামী চারটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। সেই ঘোষণার পর আজ প্রথম শনিবার সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা স্বেচ্ছায় ক্লাসে উপস্থিত হয়ে পাঠদান শুরু করেছেন। এদিন শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য সক্রিয় উপস্থিতি দেখিয়েছেন।

নোয়াখালীর করমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সালেহ উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক আজ স্বতঃস্ফূর্তভাবে ক্লাস নিচ্ছেন, কারণ দীর্ঘ সময়ের বন্ধ ও অচলাবস্থার কারণে শিক্ষার্থীরা যে একাডেমিক ক্ষতির মুখে পড়েছে, তা পূরণ করা এখন আমাদের মূল দায়িত্ব। আমরা চাই না কোনো শিক্ষার্থী পেছনে পড়ে থাকুক বা পরীক্ষায় দুর্বল ফল করুক। তাই কেউ বিশ্রাম না নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে পাঠদান করছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের উপস্থিতিও আজ খুব ভালো। তারা আগ্রহ নিয়ে ক্লাস করছে, কারণ সবাই চায় পড়াশোনায় পুনরায় গতি ফিরিয়ে আনতে।’

বরল্লা উচ্চ বিদ্যালয় মনোহরগঞ্জ, কুমিল্লা

তিনি আরও বলেন, ‘আমরা পাশের বিদ্যালয়গুলোর সঙ্গেও যোগাযোগ করেছি। সেখানকার শিক্ষক ও প্রশাসনের সঙ্গে কথা বলে জেনেছি, তারাও একইভাবে পূর্ণোদ্যমে ক্লাস নিচ্ছেন।’

কুষ্টিয়ার নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আসাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী স্যারের ডাকে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। তবে বর্তমানে তার নির্দেশনায় ছুটির দিনেও অর্থ্যাৎ শনিবারেও বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছি। এ মাধ্যমে আমরা চাই শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ক্ষতি না ঘটে এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম বজায় থাকে।’

নূরপুর রহমানিয়া দারুছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষকরা জানান, ‘অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী স্যারের নির্দেশনার প্রতি সম্মান রেখে আমরা মাদ্রাসার কার্যক্রম পুনরায় চালু করেছি। এতে শিক্ষার্থীরা নিয়মিতভাবে পাঠদান ও পড়াশোনায় অংশগ্রহণ করতে পারছে। আমাদের লক্ষ্য, কোনো শিক্ষার্থী যেন শিক্ষাগত ক্ষতির মুখে না পড়ে এবং শিক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে বজায় থাকে।’

ক্লাস1
নিমতলা মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া

 

এর আগে, শিক্ষকদের দাবি মেনে নেওয়ার পর এমপিওভুক্ত শিক্ষা জাতীকরণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ঘোষণা দিয়েছেন, শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা। 

 

তিনি বলেন, ‘শনিবার (২৫ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসবেন এবং শিক্ষার্থীদের ক্লাস চলবে। আশা করি, আমাদের এ ডাকে সাড়া দিয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশ নেবেন। আমাদের আন্দোলনে সারাদেশের সাধারণ মানুষ পাশে ছিল। এখন তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন কোনো ক্ষতি না হয়, সেটিই এখন আমাদের মূল লক্ষ্য।’

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘শনিবার ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। এটা সরকারের সিদ্ধান্ত নয়, আমাদের নিজেদের বিবেকের তাড়না থেকে নেওয়া পদক্ষেপ। আমরা বার্ষিক পরীক্ষার আগে চারটি শনিবার ছুটি বাদ দিয়ে ক্লাস নেব। আজকের শনিবার ক্লাস মানে ভবিষ্যতেও শনিবার স্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা নয়। এটি সাময়িক, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে নেওয়া পদক্ষেপ।’