Image description

পোলিং এজেন্টদের ভোটার তালিকা দেখতে না দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু পর পরই তিনি এ অভিযোগ করেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। বিকেল পাঁচটা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফল গণনা শুরু হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বুধবার সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া।” তিনি জানান, ২৮ হাজার ৯০১ জন ভোটার রাকসু নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে নারী ৩৯.১০ শতাংশ, পুরুষ ৬০.৯০ শতাংশ।