
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল সংসদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে সোহরাওয়ার্দী হলের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
এর আগে চাকসু নির্বাচনের মনোনয়ন ক্রয়ের বিষয়টি তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন। সোহরাওয়ার্দী হল সংসদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন জানিয়ে আয়াজ বলেন, মনোনয়ন নিয়েছে তবে নির্বাচন করব কিনা, সেটা সাংগঠনিক সিদ্ধান্ত। পরবর্তীতে দলের সিদ্ধান্তে সদস্য পদে নির্বাচন করেছেন তিনি।
এদিকে চাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী।
এই ফলাফলের মাধ্যমে দীর্ঘ তিন যুগ পর চাকসুর ভিপি হচ্ছেন, শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম হোসেন রনি এবং জিএস হচ্ছেন সাঈদ বিন হাবীব। অন্যদিকে এজিএস হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়্যুবুর রহমান তৌফিক।