Image description

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার। তিনি ঢামেকের কে-৭৩ ব্যাচের ছাত্র ছিলেন। রবিবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

শামীম শাহরিয়ার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। ইতোমধ্যে তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন। শিক্ষা জীবনে শামীম শাহরিয়ার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

এর আগে বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।

তবে কারিগরি ও পেশাগত ক্যাডারের ২০টি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় এসব পদে কাউকে মনোনয়ন দেওয়া যায়নি বলে জানায় পিএসসি। এছাড়া ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রার্থীকে ক্যাডার পদে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের কাছ থেকে অনুমোদন সাপেক্ষে মেধাক্রম ও বিদ্যমান বিধি অনুসারে সুপারিশের উদ্যোগ নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন।

২০২৪ সালের এপ্রিল মাসে মৌখিক পরীক্ষা শুরু হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা কয়েক দফায় স্থগিত হয়। প্রথম দফা স্থগিত হয় জুলাইয়ে ছাত্র আন্দোলনের কারণে এবং দ্বিতীয় দফা স্থগিত হয় ২৫ আগস্ট, সরকারের পতনের পর। ততদিনে প্রায় চার হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা শেষ হয়েছিল।

পরে রাজনৈতিক পরিবর্তনের পর পূর্বের কমিশনের নেওয়া মৌখিক পরীক্ষা বাতিল করে নতুন করে সব প্রার্থীর পুনরায় মৌখিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় পিএসসি। সর্বশেষ সে পরীক্ষার ভিত্তিতেই এবার বিভিন্ন ক্যাডারে এক হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।