আসিফ আকবর, শুধু একজন জনপ্রিয় সংগীতশিল্পী নন, পাশাপাশি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি এই সংগীতশিল্পী তার ফেসবুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেছেন।
সেইসঙ্গে প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে একটি আবেগঘন পোস্ট করেছেন। সেই পোস্টে ২০০৭ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া কেন কুমিল্লা-৬ আসনের প্রার্থী হন সেই কথা তুলে ধরেন।
সেই সময়ের স্মৃতিচারণ করে আসিফ লেখেন, ‘২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনে খালেদা জিয়া ছিলেন কুমিল্লা সদর-৬ আসনের প্রার্থী। আমি নিজে নমিনেশন পেপার কিনে স্থায়ী কমিটির নির্বাচনি বোর্ড ফেস করি এবং কুমিল্লা জেলার বৃহত্তর স্বার্থে ম্যাডামকে প্রার্থী হিসেবে চেয়েছি। সদরের সাবেক এমপি মরহুম কর্নেল আকবর হোসেন চাচার মৃত্যুতে বিএনপি প্রার্থী সঙ্কটে ছিল। সদর আসনটি কুমিল্লার অন্য দশটি আসনে প্রভাব ফেলবে- ঠিক এ কারণেই ম্যাডাম প্রার্থী (কুমিল্লা-৬) হয়েছিলেন।’
বেগম জিয়ার সঙ্গে কুমিল্লার মানুষের অনেক স্মৃতি আছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতায় কোন্দল সঙ্কট কাটিয়ে কুমিল্লা বিএনপি এখন ঐক্যবদ্ধ। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সঙ্গে কুমিল্লার মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ম্যাডাম বলতেন- বিয়ের পর তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টেই সংসার শুরু করেছিলেন।’
এবার এই একই আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। তাকে শুভেচ্ছা জানিয়ে আসিফ লেখেন, ‘বিশৃঙ্খল পরিকল্পনাহীন কুমিল্লার জন্য তিনি হবেন একজন যোগ্য প্রশাসক। চৌধুরী সাহেবের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। শুধু সদরের এমপি নয়, আমি চাই তিনি কুমিল্লা বিএনপিকে শিক্ষিত জেনারেশন দিয়ে সাজাবেন। বিএনপিকে চাঁদাবাজমুক্ত করে শহরবাসীকে প্রশান্তিতে রাখবেন। আমি বিশ্বাস করি- বহুদিন পর কুমিল্লাবাসী একজন ভালো প্রশাসক পেতে যাচ্ছে।’