ফের বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। হালের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রাফসানের বিয়ের দিন হঠাৎ করেই আলোচনায় এসেছে তার সাবেক স্ত্রী সানিয়া এশার একটি পোস্ট।
গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এশা জানান, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি।
তিনি বলেন, এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাটানোর পর এ অর্জনের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এটি আমার জন্য আরও বেশি দায়িত্ব, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ এনে দিয়েছে। পুরো যাত্রাজুড়ে ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে আছি। নতুন এই পথচলায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এশা, সবাই আমার জন্য দোয়া করবেন।
রাফসান ও এশার সংসার ভাঙার ঘোষণা আসে ২০২৩ সালের ৯ নভেম্বর। সেদিন এক ফেসবুক পোস্টে রাফসান নিজেই জানান, চিকিৎসক স্ত্রী সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। সে সময় এশা জানিয়েছিলেন, তিনি এই বিচ্ছেদ চাননি।
এরপর থেকেই সংগীতশিল্পী জেফার রহমানকে ঘিরে নানা গুঞ্জন ছড়াতে থাকে। কথিত আছে, জেফারের সঙ্গে সম্পর্কের জেরেই রাফসানের সংসার ভেঙে যায়।